‘অভিষেকের ডায়মন্ড হারবারে দুর্বৃত্ত দল থাকলেও লক্ষাধিক ভোটে হারাব’: অভিজিৎ

“ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে অভিষেককে লক্ষাধিক ভোটে হারাব” , চ্যালেঞ্জ অভিজিতের । ‘নারদ কাণ্ড’ নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, “নারদ কাণ্ড একটা চক্রান্ত। একটা লোক তালপাতার সেপাই না কি একটা নামে ডাকে তৃণমূলের নেতারা। সে অ্যালকেমিস্টকে দিয়ে এটা করেছিল। এটা কোনও স্ট্রিং অপারেশনই নয়। সিনিয়র নেতাদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছিল। নিজে রাজনীতিতে আসার জন্য। সেই চক্রান্তের শিকার হয়েও এখন কেউ কেউ তাকে সেনাপতি বলে ডাকছেন।”

বিচারপতির পদ থেকে অবসরের পর এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি নাম না করে তোপ দাগেন তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে। অভিজিৎকে প্রশ্ন করা হয়, ‘যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আপনি কি তাঁর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন ?’ উত্তরে অভিজিৎ বাবু বলেন, “বিজেপি যদি আমায় তাঁর বিরুদ্ধে প্রার্থী করে অবশ্যই দাঁড়াব। আমি দেখিয়ে দেব, তাঁর দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়। ওঁর একটি দুর্বৃত্তদল আছে ডায়মন্ড হারবারে। আমি তাঁদের মোকাবিলা করে ওঁকে লক্ষ লক্ষ ভোটে হারাব।”

সম্পর্কিত পোস্ট