‘আমার মুখোমুখি বসার সাহস হল না’ ! কোথায় বিজেপির চ্যালেঞ্জ ! তোপ অভিষেকের

লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ তর্ক যুদ্ধে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। কাটোয়ার সভায় অভিষেক বলেন, ‘‘ওরা সিএএ-এর জন্য কাগজ দেখাতে বলছে, কিন্তু ওরা কাগজ দেখাতে পারছে না।’’

শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকে তা নিয়ে ফের এক বার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সেনাপতি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাংলায় এসে অসত্য কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, বাংলাকে আবাস, ১০০ দিন এবং রাস্তার টাকা নাকি কেন্দ্র দিয়েছে। আমি পাল্টা চ্যালেঞ্জ করে বলেছি, ২০২১ সালে হারার পর থেকে কেন্দ্রীয় সরকার এই তিন প্রকল্পে বাংলায় এক পয়সা দেয়নি।’’

গত ১৪ মার্চ তাঁর প্রথম সভা ছিল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। গত বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে দেখা করার কথা বলেন তিনি। চ্যালেঞ্জ গ্রহণের পরেও ময়নাগুড়ির সভায় বিজেপি প্রতিনিধি আসেননি। জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে বিজেপিকে এই ইস্যুতে একহাত নেন। দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট