“আমি অল আউট খেলায় খেলব , অল আউট জিতব” – আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান

“আমি অল আউট খেলায় খেলব , অল আউট জিতব” – আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান। একুশের বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগান। ধীরে ধীরে সেই স্লোগান ছড়িয়ে পড়ে আম বাঙালির রোজকার আড্ডা-আসরেও।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার জন্য ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই শনিবার আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। মতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়ে দেন, ২১ লক্ষ টাকা না পাওয়া ১০০ দিনের শ্রমিককে ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মমতা।

রাজনৈতিক মহলের একাংশ বলছে, মমতা এদিন ধরনামঞ্চ থেকে খেলা হবে স্লোগান দিয়েছেন। এই ঘোষণা থেকেই সে ‘খেলা’ হয়ত বা শুরু হয়ে গেল। লোকসভা ভোটের আগে এদিন প্রথম মাস্টারস্ট্রোকটা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট