ইডেনে সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ – শাহরুখের সামনেই রাজকীয় মেজাজে ম্যাচ জিতল নাইটরা
ডাগআউটে গম্ভীর – নববর্ষের সন্ধ্যায় লখনউকে হারিয়ে ঐতিহাসিক জয় , ইডেনে বর্ষবরণ কেকেআরের। কিং খানের সামনেই রাজকীয় পারফরম্যান্সে ম্যাচ জিতল কলকাতা। আগে তিন বার মুখোমুখি হয়েছিল দু-দল। তিনবারই জয়ের হাসি লখনউ শিবিরে। গম্ভীর লখনউ থেকে কলকাতায় ফিরতেই পরিসংখ্যান বদলে গেল।
নববর্ষের দিনে যেন ‘কল্পতরু’ হয়ে উঠলেন মিচেল স্টার্ক (২৮/৩)। থেকেই কলকাতার তীব্র বোলিং আক্রমণে চাপে পড়ে গেলেন রাহুলরা। দ্রুত ফিরে গেলেন ডি কক (১০) আর দীপক হুডা (৮)। আগের ম্যাচে লখনউয়ের নায়ক আয়ুষ বাদোনিও (২৯) বেশি রান করতে পারলেন না। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন অধিনায়ক রাহুল (৩৯) , নিকোলাস পুরানের (৪৫) ঝোড়ো ইনিংস না থাকলে ১৫০ রানের গণ্ডিও পেরনো হত না।
টার্গেট বিশাল না হলেও কলকাতা নাইট রাইডার্সকে সাময়িক চাপে ফেলেছিলেন লখনউয়ের বাঁ হাতি পেসার মহসিন খান। একদিকে ওপেনার ফিল সল্ট সলিড কপাল আর দলের ফিল্ডাররাও সঙ্গ দিল না। কাটা ঘায়ের নুনের ছিটে দিয়ে ৪৭ বলে ৮৯ রান করে গেলেন তিনি। সুনীল নারিন (৬), অঙ্গকৃষ রঘুবংশীরা (৭) ব্যর্থ হলেও অসুবিধা হয়নি। চেনা ছন্দে ফেরার চেষ্টা করছেন শ্রেয়সও (৩৮)।