চাকরি তো গেল ! তাহলে ভোটকর্মী হিসেবে কাজ করবেন কারা ?

এসএসসি নিয়োগ মামলায় সোমবার হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য। ২০১৬ সালের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে যাঁদের চাকরি চলে যাচ্ছে, তাঁদের মধ্যে অনেকে ভোটকর্মী হিসেবেও নিযুক্ত হয়েছেন। তাঁদের যদি চাকরি চলে যায়, তাহলে ভোটকর্মী হিসেবে কাজ করবেন কারা? স্বাভাবিকভাবেই এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

হাইকোর্টের এদিনের রায়ের পর কি তাহলে ভোটকর্মীদের অভাব দেখা দিতে পারে? যদিও এই বিষয়টি খোলসা করেছেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে আশ্বস্ত করা হয়েছে, প্রয়োজনে রিজার্ভ ভোটকর্মীদের ব্যবহার করা হবে। কোনও অসুবিধা হবে না বলেও জানিয়েছেন তিনি। কমিশনের তরফে জানানো হয়েছে, ‘যে ভোটকর্মীরা রয়েছেন, তাঁদের বেশ কিছুটা অংশ শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। কিন্তু আমাদের মোট যত সংখ্যক ভোটকর্মী থাকেন, সেক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি ভোটকর্মী বেছে রাখা থাকে। যাতে ২০-২৫ শতাংশ রিজার্ভ ভোটকর্মী থাকেন। যদি কিছু ভোটকর্মী আসতে না পারেন, সেক্ষেত্রে রিজার্ভ থেকে তা পরিবর্তন করে দেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট