“নারী নিগ্রহে অভিযুক্ত শিবু , উত্তম – তাঁদের কেন হেফাজতে চাইছে না CBI ? ” – বসিরহাটে প্রশ্ন অভিষেকের

“শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ – ইডি , সিবিআই কাঁচকলা করেছে” – চাঁচাছোলা অভিষেক। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথমবার বসিরহাটে পা রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যে উঠে আসে শেখ শাহজাহানের শাগরেদ উত্তম, শিবুদের কথা। তিনি বলেন, “উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তারের পর ১৫ দিন হয়ে গিয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদনই করেনি। নারী নির্যাতন রোখা ওদের লক্ষ্য নয়। লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা।

“আমি আজ বলে দিলাম ৪দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে। নাটক করবে। বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। ইডি-সিবিআই কাঁচকলা করেছে। বাংলার মানুষের কাঁচকলা করবে। শেখ শাহজাহানকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সুদীপ্ত সেনকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। সিপিএম, বিজেপির একটা নেতা গ্রেপ্তার হয়েছে? ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ করেছে কুস্তিগিররা, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? বড় বড় পদ দিয়ে বসিয়ে রেখেছে।”

সম্পর্কিত পোস্ট