বাড়ল আধার কার্ড আপডেটের সময়সূচি ! দেখে নিন

আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এখন 3 মাস বাড়িয়ে 14 জুন (2024) করে দেওয়া হয়েছে। এতে তারাই সবচেয়ে বেশি স্বস্তিতে এলেন, যারা 10 বছরে তাদের আধার আপডেট করেননি। আপনি নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ফটো এবং বায়োমেট্রিক বিবরণ আপডেট করতে পারবেন।

তবে আপনি চাইলে নিজেই অনলাইনে এই আবেদন করতে পারেন। তাছাড়া এই কাজটি 50 টাকা ফি দিয়ে CSC কেন্দ্রে গিয়েও করতে পারবেন। এবার আপনি নিজে কীভাবে আধার কার্ড আপডেট করবেন, তা এখানে ক্লিক করে দেখে নিন।

আধার কার্ডে ঠিকানা আপডেট করতে, আপনাকে myAadhaar পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি আবেদন করার সময় কোনও সমস্যার সম্মুখীন হন, আপনি অফলাইনেও বিশদ আপডেট করতে পারেন। এর জন্য আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।

১৪ জুনের মধ্যে আপডেট না করলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতে পারে এমনটাই জানিয়েছিল ইউআইডিএআই। এমনকী বন্ধ করে দেওয়া হতে পারে আধার কার্ড। এটি তাদেরই সবচেয়ে বেশি করা প্রয়োজন, যাদের আধার কার্ড ১০ বছর হয়ে গিয়েছে। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা শুধুমাত্র myAadhar পোর্টালেই পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট