শেয়ার বাজারের ঊর্ধ্বগতি , সেনসেক্স পার করল ৭৫ হাজার , নিফটি সূচক পার করল ২২ হাজার

নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। শেয়ার বাজারে চাঙ্গা হল টাটা মোটর্স, ইনফোসিস, টিসিএস, উইপ্রো। বুলের দাপটে নতুন মাইলস্টোন ছুঁল শেয়ার বাজার। সেনসেক্স পার করল ৭৫ হাজার। সূচক বাড়ল ৩৮১ পয়েন্টে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারের ঊর্ধ্বগতি শুনে সকলের ভাল লাগে ঠিকই। তবে বাজারে পতনেরও প্রয়োজনীয়তা আছে।

কারণ, বাজার পতন না হলে নতুন করে বিনিয়োগের সুযোগ থাকে না। গত বছর স্মল ক্যাপ বা ছোট শেয়ার এবং মিড ক্যাপ বা মাঝারি দামের শেয়ার গুলি অত্যন্ত দ্রুত বেড়েছিল। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার ও অটোমোবাইল সংস্থার শেয়ার অত্যন্ত দ্রুত বাড়ছে। ৭৫ হাজার পার করল। এবার দেখার সপ্তাহের শেষে এটা কততে দাঁড়ায়। শেয়ার বাজারের উত্থান গত কয়েক দিন ধরে অব্যাহত।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের মরসুমে বাজার আপাতত চাঙ্গাই থাকবে। এই বুল রান চলবে বলেই মত তাদের। তবে একই সঙ্গে যেহেতু শেয়ার বাজার, তাই পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেও হবে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট