আজ থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি
অনন্যা ব্যানার্জি: – দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। রাত দখলের লড়াই ইতি মধ্যে গোটা বিশ্বের নজর কেড়েছে। এরই মধ্যে আই এম এ(Indian Medical Association)২৪ ঘন্টার কর্ম বিরতির আবাদেন। কর্ম বিরতি শুরু হয়েছে আজ সকাল ৬টা থেকে এবং চলবে কাল অর্থাৎ রবিবার সকাল ৬টা পর্যন্ত। মহিলা ডক্টরের খুন এবং ধর্ষণের প্রতিবাদ জানাতেই এই কর্ম বিরতি। IMA এর ডাকে এনাআরস মেডিকেল হসপিটাল এ চলছে জুনিয়ার ডক্টরদের আন্দোলন। এছাড়াও কর্মবিরতির আবেদন রাখা হয়েছে চিকিৎসদের কাছে সরকারি হাসপাতাল , বেসরকারি হাসপাতাল , ও লেব্রেটারির কর্মিদের কাছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে চলছে আন্দোলন।রবিবারের মধ্যে দোষীর ফাঁসি দেওয়ার দাবিতে সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দলোন কারিরা। সিবিআইয়ের নজরে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বাকি দোষিদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচার চাইছে গোটা বাংলা তথা দেশ।