আন্দোলনের উত্তাপ বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে

অনন্যা ব্যানার্জি:– আর জি করে দ্বিতীয় বর্ষের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সরব যেমন কলকাতা ঠিক তেমনি বর্ধমান, মুম্বাই থেকে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ সব জায়গায় চলছে সরব। সুশীল সমাজ, নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন নাগরিক দলগুলিতে আঁচ পড়েছে । কিন্তু বাদ যায়নি বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজে ও। সেখানেও তাবু খাটিয়ে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্সরাও কিন্তু ক্রমাগত আন্দোলনের তীব্রতা ও ঝাঁঝ বাড়িয়েছে । তাদেরও দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তবেই হবে চিকিৎসা পরিষেবা। প্রতিটি চিকিৎসক তারা প্রত্যেকেই বলছেন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি নেই, অনিহা নেই । কিন্তু যা ঘটনা ঘটেছে তা নিন্দনীয় ও ভয়ানক। প্রতিবাদ যেমন চলছে বিচার ও চাইছি । তাই কলকাতা থেকে ১২০ কিমি দূরে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে ইমারর্জেন্সী গেটের সামনে তারা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে ক্রমশ। আর জি করের ঘটনার পর থেকে আন্দোলন চলছে আর চলবেও যতদিন না শাস্তি হচ্ছে ।

সম্পর্কিত পোস্ট