আন্দোলনে আদিবাসী
অনন্যা ব্যানার্জি: – সকাল থেকে অঝোরে বৃষ্টি, বৃষ্টি থামার কোন লক্ষণ নেই। আন্দোলন ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে । গাংপুরের ঝাপনতলায় আদিবাসী মেয়েটির খুন , যা ঘিরে রহস্য বাড়ছে । বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন । ১৪ তারিখে ঘটনার পর এখন অব্দি অপরাধী ধরা পড়েনি তার প্রতিবাদে আজ ভারত যাকাত মাঝি এবং মাঝি মোল্লার যে সংগঠন আদিবাসী সমাজ অবরুদ্ধ করে দিয়েছে জাতীয় সড়ক।সকাল ১১ টা থেকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ ছিল। তাদের দাবি একটাই আরজি করের ঘটনা যেমন সারা পৃথিবীতে তোলপাড় হয়েছে ঠিক সেরকমই আদিবাসী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুওপুর্ণ । সেই আদিবাসী সমাজের মেয়ের খুন হয়েছে তার তদন্ত পরিষ্কার করতে হবে অপরাধীকে ধরতে হবে। বর্ধমান থানা এবং শক্তিগড় থানার ভূমিকা পরিষ্কার নয়। পাশাপাশি পুলিশকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে যে ঘটনার স্ট্যাটাস কি । দাবি বিজেপি বিধায়ক রাজবেল মুর্মু । ফলে অঝোরে বৃষ্টির মধ্যেও আন্দোলন কিন্তু থামেনি , হাতে বর্ষা, বল্লোভ, মোমবাতি নিয়ে তারা আন্দোলনে নেমেছে। যে সংস্কৃতি সেইভাবেই আন্দোলন করে । এই ঘটনা আদিবাসী সমাজকে নাড়িয়ে দিয়েছে তার প্রভাব পড়েছে সড়ক ব্যবস্থা , সড়ক পরিবহনে ।