আরজি করে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয়বাহিনী
অনন্যা ব্যানার্জি: – হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ।আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীকে। ‘সুপ্রিম’ নির্দেশ পেয়ে মঙ্গলবারই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ । গতকাল সুপ্রিমকোর্টের নির্দেশে বেশ কিছু তথ্য রাজ্য সরকার এবং সিবিআই এর কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন যখন উঠেছে নিরাপত্তার সেখানে সরাসরি রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের ভূমিকাকে সতানখারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট । বলেছেন এবার থেকে আরজি কর নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ যা রাজ্য সরকারের পক্ষে এবং কোলকাতা পুলিশের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। একটা চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে রাজ্যের মধ্যে পড়ে , যেখানে ভাঙচুর হয় প্রায় ৭০০০ এর ও বেশি লোকের জমায়েত হয় , যা কার্যত হতাশ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে । এই প্রথম কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে । এটা কতটা রাজ্যের পক্ষে ভাব মূর্তি বজায় রাখবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে ।