ইডি দপ্তর থেকে হাসিমুখে বেরোলেন দেব , পরবর্তী পদক্ষেপ কি ……?
ঢুকেছিলেন সকাল ১১ টায় , বেরোলেন সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে। কথা হচ্ছে দেবকে নিয়ে। এদিন তৃণমূলের তারকা সাংসদকে দিল্লির সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডাকে সাড়া দিয়ে এদিন ছবির শুটিং বাতিল করে দিল্লিতে হাজির হন দেব।
দীর্ঘক্ষণ নিজে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও সন্ধ্যাবেলা দপ্তর থেকে বেরিয়ে কার্যত হাসিমুখেই রাজধানীর মাটি ছাড়লেন তৃণমূলের এই তারকা সাংসদ। ঈদের তলব প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে দেব আগেই জানিয়েছিলেন , তিনি এনামুলকে চেনেন না , তিনি একটা টাকাও নেননি। তদন্তের স্বার্থে যতবার তাকে ডাকা হবে তিনি হাজিরা দেবেন বলে আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দেব।
ইডির কাছে হাজিরা দিয়ে দেব অবশ্য বলেন, ”আমি হাসিমুখে ঢুকেছিলাম, হাসিমুখে বেরোচ্ছি। আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পূর্ণ সহযোগিতা করেছি। ভবিষ্যতেও তলব করা হলে সহযোগিতা করব। এর থেকে বেশি এই মুহূর্তে বলতে গেলে ফ্লাইট মিস করব। কারণ আজ রাতেই কলকাতায় ফিরতে হবে।” আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে গত বছর ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷