কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচি! লোকসভা ভোটের মুখেই বড় ধাক্কা প্রদেশ কংগ্রেসে

লোকসভা ভোটের মুখেই বড় ধাক্কা প্রদেশ কংগ্রেসে। কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন অনুগত কৌস্তভ বাগচি ! আইনজীবী-নেতাকে হারিয়ে মহাফাঁপরে কংগ্রেস। তিনি ইতিমধ্যে কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীরকেও তিনি এই চিঠি দিয়েছেন৷

সন্দেশখালির ঘটনা উল্লেখ করে কৌস্তভ লিখেছেন, ‘সাম্প্রতিক কালের সন্দেশখালির ঘটনাও এই উদাসীনতার একটি উদাহরণ৷ সেখানে দেখা গিয়েছে, ঘটনার ঘনঘটায় মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ থেকেছে৷ যার ফলে দলের কর্মীদের মাথা নিচু হয়েছে৷’ কৌস্তভের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস বারবার চোখ ফিরিয়ে নিয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন অন্যায় থেকে৷ বদলে, বিভিন্ন সময়ে বর্তমান রাজ্য সরকারকে আইনি ও রাজনৈতিক সাহায্য দিয়েছে একাধিক ঘটনায়৷

কৌস্তভ তুলে এনেছেন একাধিক ইস্যু৷ তিনি লিখেছেন, ‘কংগ্রেস আত্মধ্বংসের পথে এগিয়ে চলেছে৷ লোকসভা ভোট যখন দরজায় কড়া নাড়ছে, তখন কংগ্রেস দল ভোটে জেতার চেষ্টা করার বদলে কোনও এক মানুষের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছে৷ পাশাপাশি, অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কখনই প্রদেশ কংগ্রেসের উপস্থিতির কথা স্বীকার করছে না৷ বরং তৃণমূল কংগ্রেসকেই একটি অংশ হিসাবে কল্পনা করছে, যেটি ঠিক নয়৷’

সম্পর্কিত পোস্ট