গোয়ালিয়রে ফের দুই পাইলট সহ মিগ বিপর্যয়

গোয়ালিয়রে ভেঙে পড়ল মিগ-২১ কমব্যাট ট্রেনার বিমান। তবে ভেঙে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছেন দুই চালক।

দুজনেই নিরাপদে কমব্যাট ট্রেনার বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিমানটির চালক ছাড়াও একজন গ্রুপ ক্যাপ্টেন ও একজন স্কোয়াড্রন লিডার ছিলেন। তাঁরাও নিরাপদে বিমানটি থেকে বেরিয়ে আসেন।

ANI

Madhya Pradesh: MiG 21 Trainer aircraft of the Indian Air Force crashed in Gwalior, today. Both the pilots, including a Group Captain and a squadron leader, managed to eject safely.

View image on TwitterView image on Twitter

বুধবার বিমানটি মহারাজপুর বিমানঘাঁটি থেকে রুটিন প্রশিক্ষণ থেকে উড়েছিল।কিন্তু বিমানঘাঁটি থেকে ওড়ার দশমিনিট পরেই বিমানটি ভেঙে পড়ে বলে বায়ুসেনা আধিকারিক জানিয়েছেন।

মিগ-২১ বাইসন যুদ্ধবিমানে ওড়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিমানের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অব এনকোয়ারি গঠন করেছে।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে মিগ বিমান। সম্প্রতি প্রতিরক্ষা দফতর থেকে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়৷

তাতে দেখা যায়, ২০১৬ সাল থেকে এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনার মোট ২৭টি বিমান ভেঙে পড়েছে৷ এর মধ্যে ১৫টি যুদ্ধবিমান

সম্পর্কিত পোস্ট