চিকিৎসা পরিষেবায় নজির , কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর
দেশ তথা রাজ্যের চিকিৎসা পরিষেবায় নয়া নজির , দেশের আর পাঁচটা এইমসের সঙ্গে রাজ্যের কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইমস- অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন বিশ্বমানের হাসপাতাল।
কল্যাণী এইমস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং অন্যান্যরা৷ তবে এইমস উদ্বোধনের আগে তৈরি হয় বিতর্ক। যেখানে রাজ্য সরকারের উচিত এই ধরনের মহান উদ্যোগকে স্বাগত জানানো সেখানে বাধা দেওয়ার প্রচেষ্টা সত্যিই নিন্দনীয় বলেও বঙ্গ বিজেপির তরফ এক প্রেস বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারকে নিশানা করা হয়।
প্রসঙ্গত , পরিবেশ দফতরের ছাড়পত্র নেই বলে রাজ্যের তরফে জানানোর পর পরই প্রেস বিবৃতি জারি করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি প্রেস বিবৃতির মাধ্যমে বলেছে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার তার রাজনৈতিক স্বার্থের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে এইমস কল্যাণীর মত মহৎ প্রকল্পকে বন্ধ করতে চাইছে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতই।’’