পথে এবার কোলকাতার হাইকোর্টের আইজীবীরা
অনন্যা ব্যানার্জি: – চিকিৎসকদের পর এবার উত্তাল হলো কলকাতা হাইকোর্ট। সিনিয়র থেকে জুনিয়র , প্রবীণ থেকে নবীন আইনজীবীরা আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নামলো আন্দোলনে সামিল হতে , অপরাধীর শাস্তির দাবিতে । সকাল থেকে অঝোরে দক্ষিণবঙ্গের জেলায় , শুধু দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ তেও চলছে আন্দোলন রাস্তায় রাস্তায় আর চলতে থাকবে । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিসন বেঞ্চ । সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল সেখানে এই আইনজীবীরাই বিভিন্ন সময় দোষীদের কঠোর শাস্তির দাবিতে জোরালো সওয়াল করেছিল । তাই আদালতের ভিতরে কোর্ট এ তারা বিচার করে সিবিআই কে দায়িত্ব দেই পুরো বিষয়টাকে খুঁটিয়ে দেখতে। তর্জন – গর্জনে সামিল হয় গোটা বিশ্ব। সবার একটাই উদ্দেশ্য বিচার চাই! *WE WANT JUSTICE*!! রাস্তায় হাতে পতাকা , মোমবাতি আবার লাঠি নিয়ে জড়ো হয় আন্দোলনে সামিল হতে । আবার শঙ্খধ্বনি বাজানো হয় , যাতে গোটা বিশ্ব জেগে উঠে , বিক্ষোভে যোগদান দেই এবং এই ঘটনা কলকাতা হাইকোর্টের যারা সিনিয়র তারা বলছেন যে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কলকাতা হচ্ছে কালচারাল সিটি সেই সংস্কৃতিতে দাগ লেগেছে শুধু দাগ না গভীর ক্ষত। ফলে সামগ্রিকভাবে বিভিন্ন সমাজের সব সম্প্রদায়ের গোটা বিশ্বের মানুষ সরব হয়েছে কর্মী থেকে শুরু করে টলিউড, বলিউড , চিকিৎসক সবাই কেও বাদ যায়নি এবার আইনজীবীদের মিছিল । বিচর চাই! শাস্তি চাই!