পোর্টাল তৈরি করে সন্দেশখালির সাধারণ মানুষের অভিযোগ জমা – সিবিআইকে নির্দেশ আদালতের
আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, ১৫ দিনের মধ্যে বসাতে হবে এলইডি আলো৷ এ ছাড়া ঘটনার সাক্ষীদেরও নিরাপত্তা দিতে হবে৷ যে কোনও পদ মর্যাদার যে কোনও ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডেকে পাঠাতে পারবে সিবিআই৷ ২ মে হবে পরবর্তী শুনানি৷ আর সেদিনই সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
পোর্টাল তৈরি করে সন্দেশখালির সাধারণ মানুষের অভিযোগ জমা – সিবিআইকে নির্দেশ আদালতের। যেখানে সন্দেশখালির সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবে৷ সেই সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই৷ জমি দখল, ধর্ষণ ও চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগের তদন্ত করে সিবিআই৷ আর সেই তদন্ত হবে আদালতের নজরদারিতে৷