বলিউড উত্তাল, প্রতিবাদে মুখরিত
অনন্যা ব্যানার্জি:– আরজি করের ঘটনায় গর্জে উঠলেন আলিয়া, পরিণীতা, রচনা থেকে শুরু করে সব অভিনেতা – অভিনেত্রীরা। বিশ্বজুড়ে উঠছে আওয়াজ । কলকাতার নারকীয় ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে । গর্জে উঠছেন নারীরা । আন্দোলনে নেচেছে , নেমেছে বিক্ষোভে । কলকাতার আন্দলের আঁচ পড়েছে শুধু বাংলাই না গোটা বিশ্বে। মুম্বাই কোচবিহার বর্ধমান থেকে শুরু করে সর্বত্র। রাজ্যের পাশাপাশি দেশ তথা বিদেশে প্রতিবাদে গর্জে উঠেছেন সকলে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, পরিণীতা চোপড়া থেকে কঙ্গনা রানাউত । আবার মেয়েদের জন্য কবিতা লিখেছেন আয়ুষ্মান খুরানা। আবারও একটা উপলব্ধির দিন যে নারীরা কোথাও নিরাপদ নয়, স্বাধীন নয়। গোটা সোশ্যাল মিডিয়াতেও ছড়াছড়ি বিক্ষোভের।
আলিয়া বলছেন, “আবার একটা নৃশংস ধর্ষণ!আবারও একটা উপলব্ধির দিন যে নারীরা কোথাও নিরাপদ নয়। পরিণীতি চোপড়া লেখেন,”আপনার যদি এটা পড়তে গিয়ে বুক কাঁপে, তাহলে একবার কল্পনা করুন, ওই মেয়েটি কী ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। নিন্দনীয়। ভয়ানক।” দোষীকে ফাঁসির দাবি তুলেছেন অভিনেত্রী । এছাড়াও জয়া ভট্টাচার্য , রচনা ব্যানার্জি প্রত্যেক !
দাবি একটাই, মহিলা নিরাপত্তা। কলকাতা থেকে শুরু করে জেলা, রাস্তায় নেমেছে চিকিৎসার সঙ্গে যুক্ত অনেকেই।
প্রত্যেকেই চেয়েছেন আরজি করের নির্যাতিতার জন্য সুবিচার। আজও দিল্লিতে প্রতিবাদে সামিল হয়েছিলেন চিকিৎসকরা। দিল্লি এইমসে মোমবাতি মিছিল করেন চিকিৎসকেরা।
প্রতিবাদের সুর চলতে থাকবে , যতদিন না শাস্তি পাচ্ছে অপরাধী ততদিন চলবে বিক্ষোভ , মেয়েদের লড়াই।