‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি’ – ভারতে আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট এলন মাস্কের
‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি৷’ – ভারতে আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট এলন মাস্কের। চলতি মাসেই ভারতে আসতে চলেছেন বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক৷ ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মাস্কের৷ এই সফরেই ভারতে টেসলার বিপুল বিনিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন মাস্ক৷
টেসলার মতো সংস্থাকে ভারতে বিনিয়োগে উৎসাহী করতে ইতিমধ্যেই নতুন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ ওই নীতিতে বলা হয়েছে, ন্যূনতম ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে যে সমস্ত সংস্থা ভারতে বৈদ্যুতিন গাড়ি তৈরির কারখানা গড়ে তুলবে, তাদের আমদানি শুল্কের উপরে ছাড় দেওয়া হবে৷ ৩৫ হাজার মার্কিন ডলারের বেশি দামের সীমিত সংখ্যক ইলেক্ট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রেও ৫ বছরের জন্য মাত্র ১৫% আমদামি শুল্ক চাপানো হবে৷
মাস্ক আগেই জানিয়েছিলেন, ভারতে টেসলার ইলেক্ট্রিক যান সরবরাহ করা সংস্থার পরিকল্পনার মধ্যেই ছিল৷ মনে করা হচ্ছে, মাস্কের সঙ্গেই টেসলার শীর্ষ কর্তারাও ভারতে আসতে চলেছেন৷ সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল ভারতে আসতে পারেন মাস্ক৷ সংবাদ সংস্থা রয়টার্স আগেই দাবি করেছিল, ভারতে তাদের প্রস্তাবিত কারখানার জন্য জমি দেখতে চলতি মাসেই এ দেশে আসতে পারেন টেসলার শীর্ষ কর্তারা৷ ওই কারখানা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলেও রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়৷