ভেঙে পড়ল MIG-29K , অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

মহড়ার সময় আচমকা ভেঙে পড়ল ভেঙে পড়ল MiG-29K । অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতীয় নৌবাহিনীর দুই সেনা অফিসার।

ভেঙে পড়ল MIG-29K  , কী হয়েছিল

জানা গেছে, শনিবার ভোরে এ মিগ-২৯ কে কপ্টার নিয়ে গোয়ার আশোরেতে মহড়া চালাচ্ছিলেন দুই অফিসার। আচমকাই কপ্টারের গায়ে ধাক্কা লাগে উড়ন্ত পাখির।

মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় কপ্টারের ডানদিকের ইঞ্জিনে। আগুন ধরে যেতে থাকে গোটা কপ্টারটি।

তবে নিজেদের সুরক্ষিত রেখে কপ্টার থেকে বেরিয়ে আসতে সমর্থ হন দুই পাইলট। যদিও কপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ভারতীয় নৌসেনা মুখপত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, সামান্য জখম হলেও দুই পাইলটই সুস্থ আছেন।

ওই কপ্টারে ছিলেন পাইলট ক্যাপটেন শেহখান্ড ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব।

খবর পেয়ে দুই পাইলট ক্যাপটেন শেহখান্ড ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদবের সঙ্গে যোগাযোগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষী মন্ত্রী রাজনাথ সিং।

ঠিক সময়ে নিজেদের বিপদ থেকে মুক্ত করতে পারায় দুই পাইলটের প্রশংসা করেন রাজনাথ সিং। দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

একটি ফাঁকা জমিতে কপ্টারটি ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে কেউ আহত বা নিহত হননি।

সূত্র বলছে, গত পাঁচ বছরে সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৮৫ জনের। তাঁদের মধ্যে ১২ জন পাইলট, ৪৬ জন এয়ার ক্রু ও ২৭ জন সার্ভিস ম্যান।

সম্পর্কিত পোস্ট