ভোটার কার্ড না থাকলেও দেওয়া যাবে ভোট – ঘোষণা নির্বাচন কমিশনের
ভোটার কার্ড, আধার কার্ড সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। বর্তমানে জলপাইগুড়ির ঘটনার প্রেক্ষিতে নতুন করে বিষয়টি কার্যকর করতে চলেছে কমিশন। ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না।
ভোট ঘোষণার পর প্রশাসনের সবটাই নির্বাচন কমিশনের হাতে। তাই তারা চাইলে এমন সিদ্ধান্ত নিতেই পারে। প্রথম দফার নির্বাচনের জেলাগুলি নিজে পরিদর্শন করবেন। একইসঙ্গে জেলাশাসকদের সঙ্গে কথাও বলবেন তিনি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা দিল নির্বাচন কমিশন।
১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার দিন। দেশের মোট ১০২টি আসনে ভোট হবে সেদিন। এরমধ্যে রয়েছে বাংলার তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। মঙ্গলবার স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এই তিন জেলায় যাবেন।