মমতার মিছিলে বিক্ষোভের আঁচ মিটবে তো
অনন্যা ব্যানার্জি: – আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এস ইউ সি আই ১২ ঘণ্টা বাংলা বন্ধে গেছিল। কোলকাতা থেকে কোচবিহার , বাকুড়া থেকে পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গ বিভিন্ন সময় এস ইউ সি আই আন্দোলনকারীরা পুলিশের হাতে হেনস্তা হয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কর্মসূচি ঠিক করেছিল আরজি করের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবে। গতকাল রাতে পুলিশ তাদের পঞ্চ ভেঙে দেয়, পুলিশের বক্তব্য বিজেপি কোনো অনুমতি নেয়নি । প্রভাতকালে , বিজেপির বিধায়করা একে একে জড়ো হতে শুরু করে । ড. জয়ন্ত রয় জলপাইগুড়ি সংসদ অগ্নিমিত্রা পল যিনি বিধায়ক । একের পর এক বিধায়করা যখন অংশগ্রহণ করেন পুলিসের সঙ্গে শুরু হয় ধস্তা- ধস্তি। পুলিশ গ্রেপ্তার করে তাদের নিয়ে যায় লাল বাজারে। পুলিশ ঠিক ই বেসামাল হয়, তারপরেই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল আজ তিনি রাস্তায় হাটবেন আন্দোলন করবেন ফাঁসির দাবিতে । মুখ্যমন্ত্রীর এই আজকের মিছিল ড্যামেজ কন্ট্রোল রিপিয়ারিং নাকি গোটা বিশ্ব যখন তোলপাড় নিন্দায় সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক প্রধানকে নিয়েই। তখন এই মিছিল কিসের ইঙ্গিত বহন করছে তার উত্তর খুঁজছে আরজি করে যারা আন্দোলন করছেন তারা , পুরো বিশ্ব এবং সুশীল সমাজ। আবার পরে জানা যাচ্ছে , ধর্মঘট বিজেপির বিক্ষোভে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মিছিলে কিসের ইঙ্গিত গেলো ? বিরোধীদের উপর পুলিশের আক্রমণ হলো।