শিক্ষকদের পে কমিশন বৃদ্ধি নিয়ে কি বললেন সুজন চক্রবর্তী
পে কমিশনের দাবী সবার। সেতাঁকে অমান্য করে সরকার শুধুমাত্র কাগজ কলমে বদলি করে দিয়েছে। যত ট্রান্সফার হচ্ছে, ততই রাজ্যে অশুভ শক্তিকে জায়গা করে দিচ্ছে রাজ্যও সরকার। অন্যায় করছে সরকার। আমরা প্রথম থেকে সেমন মানুষের পাশে ছিলাম এখনও আছি
বিভ্রান্তি না ছড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করার দাবি উঠল।
কয়েক দিন আগেই তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বেতন কমিশনের রিপোর্টের প্রথম ভাগ তিনি পেয়েছেন। তার পর থেকেই মহার্ঘ ভাতা (ডিএ) বা ‘এরিয়ারে’র হিসেব নিয়ে নানা বিভ্রান্তি চলছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মিছিল শেষে জমায়েতে সোমবার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যথারীতি মুখ্যমন্ত্রী আবার অঙ্ক গুলিয়েছেন। নতুন বছর থেকে যেটা চালু করার কথা বলেছেন, ওটা ২৫% ডিএ-র সমান হবে। কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পূর্ণাঙ্গ ভাবে ষষ্ঠ বেতন কমিশন চাই। কমিশনের রিপোর্ট প্রকাশ করুক সরকার।’’
মোট ৯ দফা দাবি নিয়ে এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করে পেনশনার্স সমিতি।