সাপের উপদ্রবে নাজেহাল ? বাড়িতে রাখুন এই ‘পদার্থ’ – কাজ হবে ম্যাজিকের মত
মানুষের মধ্যে সাপের আতঙ্ক প্রবল। সকলেই সাপ থেকে দূরে থাকতে চান। মানুষের বাসস্থানে এমন ব্যবস্থা করার কথা ভাবা হয় যাতে কোনও ভাবেই সাপের আনাগোনা না থাকে। এই পৃথিবীতে কি এমন কিছু আছে যার গন্ধই সাপকে তাড়াতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর মধ্যে প্রধান হল রসুন এবং পেঁয়াজ। পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামোনিয়া গ্যাস। অনেক সময় সাপ ধোঁয়ায় আক্রান্ত হয়। ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়। সাপরা এই সমস্ত জিনিসের গন্ধকে খুব অদ্ভুত বলে মনে করে, তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে। এই জিনিসগুলি ঘরে রাখলে সাপ আসবে না।
‘সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না।’ সাধারণ মানুষ তাঁদের মতো করে, তাঁদের জানা বা শোনা নানা ঘটনা থেকে এই সব উত্তর দিয়েছেন। কিন্তু এই বিষয়ে নির্ভরযোগ্য সূত্রগুলি কী বলে, দেখে নেওয়া যাক। জীব সম্পর্কিত ওয়েবসাইট az-animal এমন ১৪টি জিনিসের কথা উল্লেখ করেছে, যার গন্ধে সাপ পালিয়ে যেতে পারে।
(Disclaimer : প্রতিবেদনের লেখা তথ্য thequiry.com এর নিজস্ব মত নয়) ।