সুপ্রিমকোর্টের কি সিদ্ধান্ত হয় সেই দিকে তাকিয়ে দেশ

অনন্যা ব্যানার্জি:- দেশ তাকিয়ে রয়েছে আজ সুপ্রিমকোর্টের দিকে । সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিনিধিরা আসে আরজি করে ধর্ষণ এবং নির্মম খুনের ঘটনার কাজ হিয়ারিং হবে শুনানি আছে। সুপ্রিমকোর্ট সদত প্রণোদিত মামলা করেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের কি সিদ্ধান্ত হয় প্রধান বিচারপতির ডিভিসন বেইচ দেয় সেইদিকেই তাকিয়ে রয়েছে আরজি করে যারা বিক্ষোভ করছে ছাত্র – ছাত্রী, চিকিৎসক , ডাক্তার , নার্স থেকে শুরু করে ইন্টার্ন এবংএসএসসি। আম জনতাও সকলেই বিভিন্ন স্তরের মানুষ । একদিকে সুপ্রিমকোর্টের দেশের সর্বোচ্চ আদালত আর কলকাতা হাইকোর্ট তার মাঝখানে আন্দোলন কিন্তু থেমে নেই হাতে পতাকা , লাঠি নিয়ে । আজ কংগ্রেস তার লাল বাজার অভিযান কর্মসূচিতে ডাক দিয়েছে আর অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ , বিজেপির ছাত্র সংগঠন তারা আন্দোলন এবং ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছে । তার মাঝখানে চলছে ডাক্তার – নার্স এবং সমস্ত সাধারণ মানুষদের আন্দোলন । মেয়েরা এই আন্দোলনের মূল উৎস । জেগে উঠেছে মেয়েরা হাতে শঙ্খ, পতাকা, লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছে রাতে । আবার উল্টোদিকে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন এ আজকে শুনানি কি হয় সেই দিকে তাকিয়ে রয়েছে কোলকাতা, শুধু কি কোলকাতা গোটা বঙ্গ গোটা বাংলা তাকিয়ে আছে।বাংলার বাইরেও দেশ – বিদেশ কি সিদ্ধান্ত হবে সুপ্রিমকোর্টের ?

সম্পর্কিত পোস্ট