১ লা বৈশাখেই লণ্ডভণ্ড আবহাওয়া ? প্রখর তাপে পুড়বে রাজ্য নাকি বিক্ষিপ্ত বৃষ্টি
গত সপ্তাহেই যেভাবে তাপমাত্রা বেড়েছে, কার্যত তেতেপুড়ে নাকাল হতে হয়েছে বঙ্গবাসীকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমত পুড়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মত জেলাগুলিতে যেমন তাপমাত্রা বেড়েছে, দমদম-আলিপুরও পিছিয়ে ছিল না। ভরদুপুরে সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবারই পয়লা বৈশাখ। চৈত্রেই তাপমাত্রা যেভাবে চড়চড়িয়ে বেড়েছে, তাতে বৈশাখ জ্যৈষ্ঠ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। হাওয়া অফিস বলছে, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। ৪০ ডিগ্রি অবধি পৌঁছে যেতে পারে এ মরসুমের গরম আবারও। তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। কিছুদিন আগেই ঝড় দুর্যোগে বড় ক্ষতির মুখে পড়তে হয় প্রায় ৫০০ পরিবারকে। প্রাণহানির মত ঘটনা ঘটেছে। আপাতত রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তরের জেলাগুলিতে।