উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য ১০ দিনের আইসোলেশনই যথেষ্ট, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য ১০ দিনের হোম আইসোলেশনই যথেষ্ট। আইসোলেশনের শেষ ৩ দিন উপসর্গ না থাকলে প্রয়োজন নেই আর করোনা টেস্টের। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এমনই নতুন নির্দেশিকা।
AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, নতুন নির্দেশিকা বৈজ্ঞানিকদিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আইসোলেশনে থাকার সাত থেকে আট দিনের মধ্যেই ভাইরাস মরে যায়। নতুন করে সেই ভাইরাস আর কাউকে আক্রান্ত করতে পারে না। যদি নতুন করে আট দিন পর আর কোনো উপসর্গ না দেখা দেয় তাহলে অযথা করোনা পরীক্ষার কোন প্রয়োজন নেই।এরপর তারা চাইলে বাড়ির বাইরে বের হতে পারেন।