মার্কিন প্রদেশে বন্দুকবাজের হানায় মৃত ১০

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। সোমবার বিকেলে কলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং সুপার্স’ দোকানের সামনে গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। ঘটনায় এক পুলিশ অফিসার সহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কয়েক মাইল দূরে বসতিপূর্ণ এলাকায় ঘটেছে ঘটনা। অন্যান্য দিনের মতো সোমবারেও ওই এলাকায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বন্দুকবাজের হামলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি হঠাৎ করে দোকানে ঢুকে পড়েই গুলি চালাতে শুরু করে দেয়। একজনের ভিডিও থেকে গুলি চালানোর শব্দ শোনা যায়। এমনকি পুলিশের উপস্থিতি নজরে এসেছে ওই ভিডিওতে। যদিও কি উদ্দেশ্য নিয়ে এই হামলা? তা এখনও জানতে পারেনি পুলিশ।

ঘটনার কয়েক ঘন্টা পর পুলিশ প্রধান মারিস হেরল্ড জানিয়েছেন, ঘটনায় এক পুলিশ অফিসার সহ ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত অফিসারের নাম এরিক টাল্লে। গোটা ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এই হামলায় ক্ষতিগ্রস্তদের সুবিচারের জন্য লড়াই করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন বোল্ডারের অ্যাটর্নি মাইকেল ডউগার্তি। একইসঙ্গে একজন পুলিশ সহ ১০ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট