বিএসএফের তৎপরতায় সীমান্ত থেকে উদ্ধার ১০০ কেজি ইলিশ, আটক ট্রাক চালক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার ১০০ কেজি ইলিশ মাছ। বেআইনিভাবে ইলিশ মাছ নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তা উদ্ধার করে। আটক করা হয়েছে ট্রাক চালক সইফুদ্দিনকে।

বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টা নাগাদ পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টে জওয়ানরা রুটিনমাফিক চেকিং করছিলেন। সে সময়ে একটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢুকলে বিএসএফ তাতে তল্লাশি চালায়।

বিএসএফ জওয়ানরা ওই ট্রাক থেকে ৬ টি ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগগুলি থেকে উদ্ধার হয় ১০০ কেজি ইলিশ মাছ। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা ট্রাক চালককে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/china-is-supplying-weapons-to-pakistan-through-drones-shocking-information-to-intelligence/

জিজ্ঞাসাবাদের পর বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত থেকে রফতানির পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়। সেখান থেকে খালি ট্রাকে ফেরার পথে অবৈধভাবে গোপনে ইলিশ মাছ নিয়ে আসছিল ওই চালক। জানা গিয়েছে, ২৪ বছর বয়সী ধৃত ট্রাক চালক সাইফুদ্দিনের বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। উদ্ধার হওয়া সামগ্রীসহ বিএসএফ তাকে কাস্টমসের হাতে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ রাখায় চোরাপথে বিভিন্ন সময়ে তা পাচার করার চেষ্টা চালায় পাচারকারীরা। এই ঘটনার পরই আরও কড়া সতর্কতা জারি হয়েছে সীমান্ত জুড়ে।

সম্পর্কিত পোস্ট