১০০ শতাংশ দিশাহীন বাজেট, এই বাজেট দেশ বিক্রির বন্দোবস্ত: ডেরেক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সাধারণ বাজেট ২০২১-কে ১০০ শতাংশ দিশাহীন ও দেশ বিক্রির উদ্যোগ বলে মন্তব্য করল তৃণমূল কংগ্রেস। এভাবেই নির্মলা সীতারমনের বাজেটের সমালোচনা করেছে তৃণমূল।

তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেছেন, দেশের প্রথম কাগজমুক্ত বাজেট আসলে ১০০ শতাংশ দিশাহীন। এই ভুয়ো বাজেটের আসল লক্ষ্য দেশকে বিক্রি করা।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, রেল বিক্রি হয়ে গিয়েছে। বিমানবন্দর বিক্রি হয়েছে। বন্দর বিক্রি হয়ে গিয়েছে। বিমা, সরকারি শিল্পও বেচে দেওয়া হয়েছে। এই বাজেটে গরিব ও চাষিদের উপেক্ষা করা হয়েছে। এতে ধনীরা আরও ধনবান হবেন। গরিবদের দারিদ্র বাড়বে আরও। কিছুই পায়নি মধ্যবিত্ত।

বাজেটে পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণের যে বরাদ্দ দেওয়া হয়েছে তারও সমালোচনা করেছেন ডেরেক।

তিনি বলেন, রাজ্যে ২০১১ সালে মোট ৩৯,৭০৫ কিলোমিটার রাস্তা ছিল। ২০১১ – ২০২০ পর্যন্ত ৮৮,৮৪১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। দেশের মধ্যে যা সর্বোচ্চ। রাজ্য গ্রামীণ সড়ক নির্মাণে দেশের মধ্যে প্রথম। বাজেটে রাজ্যে ৬২৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা বলা হয়েছে। এই রাজ্যে ৫,১১১ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। ২০১৯-২০২০ সালে হয়েছে আরও ১১৬৫ কিলোমিটার।

দল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, পরবর্তী আস্তানা বিজেপি-মত রাজনৈতিক মহলের

অন্যদিকে, কংগ্রেসও নির্মলার বাজেটে জিডিপির অধোগতির দিকে কানও নজর নেই বলে সমালোচনা করেছে। অর্থমন্ত্রীর উচিত ছিল, চাহিদা বাড়াতে সরাসরি দুর্বল শ্রেণির হাতে অর্থ জোগানো এবং কর্মসংস্থানে জোর দেওয়া।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটে এই মন্তব্য করেছেন। মণীশ তিওয়ারিও বাজেটকে হতাশাজনক বলেছেন। এটা জাতীয় সম্পদ বিক্রির ছক। জিডিপি ৩৭ মাস ধরে ক্রমাগত কমছে। সেদিকে কোনও নজর নেই।

সম্পর্কিত পোস্ট