রক্তদান শিবির ও রোগীদের মধ্য ফল বিতরণ, শতবর্ষ উদযাপন বিসিডিএ পূর্ব কলকাতা জেলা কমিটির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারা বাংলা জুড়ে চলছে বেঙ্গল কেমিষ্টস্ এন্ড ড্রাগীষ্টস্ অ্যাসোসিয়েশনের (B.C.D.A)এর শতবর্ষ উদযাপন।
সদা মানবতার সেবায় নিয়জিত বিসিডিএ-র তরফে পূর্ব কলকাতা জেলা কমিটি ১লা মার্চ রক্তদান শিবির সহ চক্ষু পরীক্ষা শিবির, সাধারন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
পূর্ব কলকাতা জেলা কমিটির কার্য্যালয় প্রাঙ্গনে এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পান্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শঙ্খ রায়চৌধুরী ও রাজ্য সম্পাদক সজল গঙ্গোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুভ সূচনায় B.C.D.A পূর্ব কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ডাঃ বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে ৪৫০ জন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
৬৬ জন রক্তদাতা আজকের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন
পূর্ব কলকাতা জেলা সম্পাদক এবং রাজ্য সাংগঠনিক সম্পাদক শ্রী দেবাশীষ গুহ মহাশয়ের পরিকল্পনায় আজকের সমগ্র অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা পায়।