পোলিয়োর বদলে স্যানিটাইজার, অসুস্থ ১২ জন শিশু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পোলিয়োর বদলে মুখে পড়ল স্যানিটাইজারের ফোঁটা। যার জেরে অসুস্থ ১২ শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৭০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের যবতমান জেলার একটি পোলিয়ো কেন্দ্রে।
শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নীচে বলে জানা গিয়েছে। প্রত্যেকজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই সংকটমুক্ত। এমনটাই হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের খবর, মহারাষ্ট্রের ঘটঞ্জি তহসিলের ভাম্বোরা স্বাস্থ্যকেন্দ্রে পোলিয়ো খাওয়ানোর জন্য সকাল থেকে বাচ্ছাদের নিয়ে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। অসাবধানতার কারণে ঘটে যায় এই ঘটনা।
ভুল বুঝতে পেরে ফের ওই ১২ জন স্বাস্থ্যকর্মীকে ডেকে পোলিয়ো খাওয়ানো হয়। বিষয়টি জানতে পেরে প্রশাসনের উচ্চ পর্যায়ের কাছে অভিযোগ জানান ওই গ্রামের পঞ্চায়েত প্রধান। এরপরেই ওই ১২ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ কেন্দ্রের বাজেটের তীব্র সমালোচনা করলেন মহম্মদ সেলিম
যবতমল জেলা পরিষদের প্রধান শ্রীকৃষ্ণ পাঞ্চাল জানিয়েছেন, প্রত্যেকটি শিশুর বয়স ৫ বছরের নীচে। এরই মধ্যে একটি শিশু বমি করছিল।
কি কারণে এই ঘটনা ঘটল? কেনই বা আলাদা করে স্যানিটাইজারের শিশি চিহ্নিত করতে পারলেন না স্বাস্থ্যকর্মীরা? নাকি সঠিক প্রশিক্ষণ পাননি তাঁরা? সেবিষয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই স্বাস্থ্যকেন্দ্রের ১ জন চিকিৎসক, ১ জন আশাকর্মী এবং ১ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও তদন্ত করে আরও এক স্বাস্থ্যকর্মীর নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন শিশুদের পরিবার। ঘটনার তদন্তের দাবী করছেন তাঁরা।
শিশুদের দেখতে হাসপাতালে উপস্থিত হন জেলা কালেক্টর এমডি সিং। এই মুহুর্তে শিশুদের অবস্থা স্থিতিশীল। এমনটাই হাসপাতাল সূত্রের খবর।