বছরের শুরুতেই বৈষ্ণোদেবী মন্দিরে দুর্ঘটনা, পদপৃষ্ট হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুটা ভালো হল না। জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় নারায়নী হাসপাতালে ভর্তি আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবার সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার রাতে বৈষ্ণোদেবী মন্দিরে অন্যান্যবারের মতো ব্যাপক ভিড় হয়েছিল। সেই সময় হঠাৎই দুই দল দর্শনার্থীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
সেই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পরিণত হয়। অতি সঙ্কীর্ণ জায়গায় ঠেলাঠেলির সময় পদপৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজির ট্যুইট থেকে জানা গিয়েছে রাত ২:৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য কাটরা থেকে প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছতে হয়। এই পাহাড়ি পথ প্রশাসনের পক্ষ থেকে সুন্দর করে তৈরি করা হলেও মন্দিরের অভ্যন্তরভাগ বেশ সঙ্কীর্ণ। সেখানে অল্প কিছু দর্শনার্থী জড়ো হলেই ভালোমতো ভিড় জমে যায়।
এদিকে প্রতিবছরই ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি উত্তর ভারত সহ দেশের নানা স্থান থেকে ভক্তরা বৈষ্ণোদেবী মন্দির এসে জড়ো হন। ফলে ব্যাপক ভিড় হয়। এবারেও একই অবস্থা তৈরি হয়েছিল। তখনই ওই দুর্ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতরা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা।
শনিবার সকালেই কেন্দ্রের পক্ষ থেকে এই দুর্ঘটনায় ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।