বিজেপির ডাকা বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল সোমবার বাংলা বনধের ডাক দিল বঙ্গ বিজেপি। সপ্তাহের প্রথমদিনেই সকাল ৬টা থেকে রাজ্যের সর্বত্র বনধ পালিত হবে বলে জানা গিয়েছে। ১২ ঘন্টার এই বনধ ডাকা হয়েছে। মুলত সন্ত্রাসের অভিযোগেই এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
আগামীকাল বিজেপির ডাকে বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান বাজার যানবাহন চলাচল মসৃণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে।
জোর করে দোকানপাট বন্ধের চেষ্টা করা হলে বা অবরোধ করা হলে ধর্মঘট কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কাল কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কাল অনুপস্থিত কর্মীদের বেতন কাটা হবে পাশাপাশি তাদের কর্মজীবনে ছেদ পড়বে বলে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Municipal Elections 2022 : বিজেপির ডাকা বনধ রুখতে যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ
অন্যদিকে পুরসন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। জানা গিয়েছে, আগামীকাল ১০টার সময়ে রাজভবনে পুর-কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন রাজ্যপাল। কেন এত অভিযোগ, অভিযোগের ক্ষেত্রে কি ব্যবস্থা সমস্ত বিষয়ে রাজ্যপাল কমিশনারের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিতে পারেন বলে জানা যাচ্ছে। রাজ্যপালের এহেন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে বনধের কারনে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।