১২ বছরের শিশুকে নির্যাতন, গ্রেফতার ১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজধানী দিল্লিতে ১২ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার ১২ বছর বয়সী শিশুটিকে তাঁর বাড়িতেই নিগ্রহ করা হয়। অভিযোগ, ধারালো কোনও অস্ত্র দিয়ে শিশুটিকে একাধিকবার আঘাত করা হয়। আহত শিশুকে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় ভাসতে দেখে পরিবারে খবর দেয় প্রতিবেশীরা।

প্রথমে শিশুটিকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি বেগতিক বুঝে তাঁকে দিল্লি এইমসে স্থানান্তরিত করা হয়।  প্রতিবেশীদের দাবী ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত৷

ঘটনাটিকে অমানবিক বলে দাবী করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করার পর অভিযুক্তকে কড়া শাস্তির আশ্বাস দেন তিনি। অপারেশনের পর ২৪ থেকে ৪৮ ঘন্টা শিশুটিকে অবজারভেশনে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

জেক্সপো এখনই বাতিল নয়: কারিগরি শিক্ষা সংসদ

সিনিয়র পুলিশ অফিসার একে লোন জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলী রুজু করা হয়েছে। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইন লাগু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনও অবধি তদন্ত জারি রয়েছে। এমনটাই আশ্বাস সিনিয়র পুলিশ অফিসারের।

ঘটনায় দ্রুত বিচারের দাবীতে সরব হয়েছেন সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টুইটারে তিনি লেখেন, এই ঘটনায় অভিযুক্তদের মৃত্যুর থেকে কম কিছু শাস্তি দেওয়া উচিত নয়।

সম্পর্কিত পোস্ট