কংগ্রেসের উদ্যোগে ১২৫ জন পরিযায়ী শ্রমিক ফিরলেন ঘরে…
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কংগ্রেসের উদ্যোগে আজও অসম থেকে ১২৫ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে পাঁচটি বাস এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে।
সামাজিক দূরত্ব এবং সব ধরনের নিয়মবিধি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করার স্বার্থেই পাঁচটি বাসে করে এত কম সংখ্যক মানুষ আসতে পারলেন।
কংগ্রেসের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রেনের ব্যবস্থার আবেদন সহ কোনো কথাতেই কর্ণপাত করেননি শাসকদল।
চম্পট দেওয়া করোনা আক্রান্ত রুগীর খোঁজ মিললো অশোকনগরে, আতঙ্কিত এলাকাবাসী
ফলতঃ এই বিপুল ব্যায়ভার বহন করেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে বাসে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হয়।
আজ এসে পৌঁছানো মানুষরা কলকাতা, মালদা, মুর্শিদাবাদে নিজ নিজ জায়গায় পৌঁছে গেছেন, সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্যাপারটি আজ তদারকি করেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র।