১৩ মে রাজ্যের দুই কেন্দ্রে নির্বাচন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনায় দুই প্রার্থীর মৃত্যুর কারণে পিছিয়ে যায় ভোটের দিনক্ষণ। ১৩ মে ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে।

১৫ এপ্রিল করোনাইয় মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এরপরের দিনেই করোনায় প্রাণ হারান জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। যার ফলেই পিছিয়ে যায় দুই কেন্দ্রের নির্বাচন। সোমবার দুই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

এরই মধ্যে সুতিতে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে সুতির একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে কিছু দুরেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যা নিমতিতা স্টেশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে বলে জানা গিয়েছে। ভোটপর্বে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এর আগে নিমতিতা স্টেশনের বিস্ফোরণে গুরুতর জখম হন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ঘটনার তদন্তভার বর্তেছে এনআইএর ওপর। আহত অবস্থায় প্রচারে নেমেছিলেন জাকির হোসেন। সোমবার সেই নিমতিতা স্টেশন থেকে ফের তাজা বোমা উদ্ধার হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট