১৩৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের রিপোর্ট নেগেটিভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রেস ক্লাবের তত্ত্বাবধানে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ১৩৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের কোভিড-১৯ সক্রমণ পরীক্ষার নমুনা সংগৃহীত হয়েছে।
৭ মে পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে সেই ১০৫ জনের রিপোর্ট এসেছে। সকলেরই রিপোর্ট নেগেটিভ।
করোনা জেরে রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। রবিবার কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে সূত্রে খবর, হাসপাতালে ৩ জন কর্মীর দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে।
ওই ৩ জনের লালারস নমুনা নাইসেডে পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
পাশাপাশি হাসপাতালে ১৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পুরো চত্বর স্যানিটাইজার করা হচ্ছে।
শ্রমিকদের ঘরে ফেরানোর ক্ষেত্রে বার্তা সূর্যকান্তের
কলকাতা চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতাল আংশিক বন্ধ করে দিতে হলো। শনিবার ওই হাসপাতালের প্রসূতি বিভাগের দুই মহিলা রোগীর শরীরে করোনার উপসর্গ মিলেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ করোনার উপসর্গ মেলায় ওই রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক ,নার্স ও স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।