লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভারতে ১৪৭

দ্য কোয়ারি ডেস্কঃ করোনার প্রতিষেধক খুঁজতে মরিয়ে গোটা বিশ্ব। কিন্তু তার মহদ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭। ইতিমধ্যেই খোদ শহর কলকাতায় এক তরুণের দেহে কোভিড-১৯ পজিটিভ খুঁজে পাওয়া গিয়েছে। যদিও শুরু থেকেই গোটা বাংলাজুড়ে করোনা আক্রান্তের ওপর নজরদারি রেখেছে প্রশাসন।

করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলি থেকে যারা ফিরছেন তাঁদের মধ্যে প্রায় ৭৫ হাজার মানুষের স্ক্রিনিং হয়েছে কলকাতা এবং বাগডোগরা বিমানবন্দরে। স্থলপথ দিয়ে আসা ২ লক্ষের অধিক মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। তার মধ্যে ১২২২৬ জনকে নজরে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা মারাত্মক, কিন্তু এর থেকেও মারাত্মক সিএএ এনআরসি এনপিআর, বলছে শাহিনবাগ

মঙ্গলবার কলকাতায় এক তরুণের দেহে কোভিড-১৯ এর দেখা মিলেছে। সূত্রের খবর, কিছুদিন আগেই ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছে ওই যুবক। বেলেঘাটার আইডি হাসপাতালে আইসোলেশনে রেখে তার চিকিৎসা করা হচ্ছে। ঘটনার পর থেকেই যুবকের মা, বাবা এবং ড্রাইভারের ওপর আলাদা করে নজর রাখা হয়েছে। এছাড়াও আর কোনও ব্যক্তি ওই যুবকের সংস্পর্শে এসেছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে।

সূত্রের খবর ইংল্যান্ডে একটি বার্থডে পার্টিতে যোগদান করতে গিয়েছিল ওই যুবক। পার্টি শেষে জানতে পারেন কড়নায় আক্রান্ত রয়েছেন তাঁর বান্ধবী। কলকাতায় ফিরলেও তাঁর শরীরে করোনার উপসর্গ ধরা পড়েনি। কিন্তু সোমবার থেকে ওই তরুণের দেহের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করে। এরপরেই নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তা পজিটিভ ধরা পড়ে।

আরও পড়ুনঃ #Coronavirusনভেল করোনায় কাবু মালদার পর্যটন

এখনও অবধি ৭০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৬৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য দফতরের তরফে বাংলার মানুষকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মেলামেশা কম, ভিড় এড়িয়ে চলা এবং সবরকম পরিচ্ছন্নতা বজায় রাখার কথা জানানো হচ্ছে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তদের মধ্যে ২৫ জন বিদেশী নাগরিক বলে জানা গিয়েছে। যদিও কর্নাটক, দিল্লি এবং মহারাষ্ট্রে ৩ জনের মৃত্যুর পর মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট