বাংলা কালো টাকার পাহাড়, এবার ব্যবসায়ীর বাড়িতে ১৫ কোটির সন্ধান, গণনা চলছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পার্থ-অর্পিতা কাণ্ডের ছায়া এবার কলকাতা বন্দর এলাকায়। গার্ডেনরিচের পরিচিত পরিবহন ব্যবসায়ী নিশার আহমেদ খানের বাড়িতে শনিবার সকালে হানা দেয় ইডি। দুপুর পর্যন্ত সেখান থেকে ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছে। তবে টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এখনও নোট গণনা চলছে।
শনিবার সকালে কলকাতার ৬ জায়গায় একত্রে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে মনে হয়েছিল রাজ্যের চলতি দুর্নীতি তদন্তের সঙ্গে এই ঘটনার মিল আছে। পরে জানা যায় ই-নাগেটস নামে একটি গেমিং অ্যাপ জালিয়াতির ঘটনার তদন্তের জন্যই এই হানা।
গার্ডেনরিচের পরিবহন ব্যবসায়ী নিশার আহমেদ খানের ছেলে আমির খান ওই গেমিং অ্যাপ তৈরি করে বহুজনকে জালিয়াতি করে। গত ফেব্রুয়ারি এই নিয়ে মামলা দায়ের হয়। তার তদন্তে নেমেই এদিন গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি পৌঁছে যায় ইডি। সেখানে খাটের তলা থেকে থরে থরে নোট উদ্ধার হয়। দুপুরে নোট গণনার মেশিন নিয়ে আসে ইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী উদ্ধার হওয়া নোটের অঙ্ক ১৫ কোটি পেরিয়ে গিয়েছে।
এখন দেখার, গার্ডেনরিচের আমির পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জিকে হারাতে পারেন কিনা! উল্লেখ্য, অর্পিতার ডায়মণ্ড সিটির ফ্ল্যাট থেকে ২২ কোটি নগদ এবং বেলঘরিয়ার সিটি হাইটসের ফ্ল্যাট থেকে নগদ ২৮ কোটি উদ্ধার হয়েছিল।