কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ চিকিৎসক সহ জন হোম কোয়ারান্টিনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক সহ নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৫ জনকে পাঠানো হল হোম কোয়ারান্টিনে।

জানা গিয়েছে, গত ৫ জুন এক শিশুকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন তার চিকিৎসা করা হয়।

সর্দি-কাশিতে ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়িতে রেফার করা হয়। এরপর তাঁর লালা রস পরীক্ষা করা হলে সেই রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।

তৃণমূলের নয়া কর্মসূচিতে ২৪ ঘন্টায় ব্যাপক সাড়া, মানুষের ভালোবাসায় অমি অভিভূতঃ অভিষেক

বুধাবার রাতে সেই খবর জেলায় এলে চাঞ্চলের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ওই শিশুর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৫ দিনের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়।

আগামীকাল তাদের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট