মাঝ পদ্মায় বজ্রপাত, বহু যাত্রী মৃত

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ঘটনা

দ্য কোয়ারি ডেস্ক: সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। সেই তালিকায় মর্মান্তিক ঘটনাটি ঘটল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা এটি। মাঝ পদ্মায় যাত্রী বোঝাই নৌকার উপর বজ্রপাত হওয়ায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে জখম।

বজ্রপাতে মৃতরা সবাই বরযাত্রী। এই দুর্ঘটনার পর দুই পরিবারে শোকাতুর। জানা গিয়েছে পদ্মায় নৌকা করে বরযাত্রীরা যাচ্ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের পাকা নারায়ণপুরের কাছে বজ্রপাত হয়

বরযাত্রীবাহী নৌকাটি নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাকা এলাকায় যাচ্ছিল। নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।
১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

প্রকৃতির বিরুপতা বজ্রপাতের মতো ঘটনায় মৃত্যুর হার বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, তাল, নারকেল, সুপুরি গাছ এখন আগের মতো বেশি নেই। এই ধরণের গাছ বজ্রপাত টানতে পারে। বজ্রপাত এড়াতে এমন গাছ আরও বেশি করে ফিরিয়ে আনা দরকার।

সম্পর্কিত পোস্ট