Calcutta Highcourt- এ খারিজ জনস্বার্থ মামলা | Covid Protocol মেনে সোমবারই খুলছে স্কুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেটে গিয়েছে সমস্ত আইন জট। অবশেষে রাজ্যের সিদ্ধান্তেই সীলমোহর দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। অর্থাৎ সোমবার ১৬ নভেম্বর রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত স্কুল। গত ২৯ অক্টোবর রাজ্যের স্কুল খোলা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার (Westbengal Govt)। সেই বিজ্ঞপ্তি বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
তবে স্কুল খুললেও করোনা বিধি (Covid Protocol) মেনেই করতে হবে ক্লাস। প্রসঙ্গত গত সোমবার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী রাজ্যে স্কুল খোলা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে।
তার কথায় রাজ্য সরকার সঠিক পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও স্কুলের পড়ুয়াদের ভ্যাকসিন হয়নি। তাই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে সেই বক্তব্য কার্যত খারিজ করে দিল আজ কলকাতা হাইকোর্ট।
বাংলার মানুষদের জন্য কিছু করার ও ভাবনার অভাব রয়েছে বিজেপির, ক্ষোভ উগড়ে পদ্ম ত্যাগ শ্রাবন্তীর
এদিন রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে প্রতিদিন ১০ মিনিট করে পড়ুয়াদের করোনা বিধি সম্বন্ধে সচেতন করা হবে। ক্লাস চলাকালীন যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন হলে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে সে বিষয়ে সচেতন করা হবে তাদের। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হলে স্কুলের ১৫% পড়ুয়া উপস্থিত থাকবে।
উল্লেখ্য ইতিমধ্যেই অন্ধপ্রদেশ, চন্ডিগড়, বিহার। কেরালা, মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র সহ অন্যান্য অনেক রাজ্যেই আগেই খুলে গিয়েছে স্কুল। করোনা বিধি মেনে এবার সেই পথেই পা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ।