আমফানের ১৭ দিনঃ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হাবড়া, রাস্তা অবরোধে স্থানীয়রা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার হাত থেকে রক্ষা পাওয়ার আগেই নতুন বিপর্যয় হিসেবে নেমে আসে সুপার সাইক্লোন আমফানl ক্ষতিগ্রস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের বিস্তীর্ণ এলাকা, যার অন্যতম উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত পৃথিবী পঞ্চায়েতের বামিহাটি।

এখনও রাঘবপুর নতুন হাট এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কথা জানিয়েছেন গ্রামবাসীরা। বারংবার বলা সত্বেও আসেনি কোন সদুত্তর। তাই আজ বাধ্য হয়ে এলাকার মানুষ পথে নেমেছে। রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন তারা।

অভিযোগ দীর্ঘদিন বিদ্যুৎ নেই এলাকায়। বাড়ির শিশু বা বৃদ্ধ তো অসুস্থ হয়ে পড়েছেন সেই সঙ্গে সাধারণ মানুষ ও প্রচন্ড অসুবিধের সম্মুখীন। সতেরো দিন কেটে গেছে। তাই তারা আজ সকাল থেকে রাস্তা অবরোধ করেছেন।

বারাসাতে বিজেপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

তাদের দাবি যতক্ষন পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না আসবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে থাকবেন।

এদিন ঘটনাস্থলে হাবরা থানার পুলিশ প্রশাসন পৌঁছে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। যাতে অবরোধ তুলে সুষ্ঠু সমাধানে আসেন তারা। কিন্তু গ্রামের মানুষ তাদের সিদ্ধান্তে অবিচল। এরপর বৈঠকে বসেন  হাবরা বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসন।

উল্লেখ্য খাদ্যমন্ত্রী ও এলাকার বিধায়ক জ্যোতিপ্ৰিয় মল্লিক দুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন শনিবারের মধ্যে সর্বত্র বিদ্যুৎ পুনরায় চালু হবে। আজ শুক্রবার পর্যন্ত কার্যত অন্ধকারে ডুবে রয়েছে হাবড়ার বামীহাটি ও রাঘবপুর।

সম্পর্কিত পোস্ট