১০ দিনে ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশনের ২ লক্ষ ডাউনলোড

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামনেই বিধানসভার নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল ‘দিদির দূত’ নামে এক বিশেষ মোবাইল অ্যাপ।

দলনেত্রীর ভিডিও থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের কাছে। আত্মপ্রকাশের মাত্র ১০ দিনের মধ্যেই এই বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ভীষণভাবে জনপ্রিয় হল।

দলের সোশ্যাল মিডিয়া সেলের তরফ থেকে জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশনটি ২ লক্ষাধিক মানুষ ডাউনলোড করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগের জন্য এবং তাঁর কাছে চিঠি লেখার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনে সুযোগ রয়েছে।

জেল বন্দীদের মধ্যে ২৭ শতাংশই নিরক্ষর

অ্যাপটিতে সরাসরি তৃণমূলের তরফ থেকে জনতাকে ‘দিদির দূত’ হওয়ার আমন্ত্রণ এবং দিদির সাথে কাজ করার জন্য আবেদন করা হয়েছে।

জানা গেছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রী ‘দিদির দূত’ নাম যুক্ত গাড়ি ব্যবহার করবেন এবং রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন। যে সমস্ত মানুষ সরাসরি দিদির সঙ্গে যোগাযোগ করতে চান ,তাঁরা দিদির বার্তাবাহক (দিদির দূত) হিসাবে কাজ করতে পারবেন। একইসঙ্গে তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন।।

এক তৃণমূল নেতার কথায়, যে সময়ে বিজেপি জনগণকে বিভক্ত করতে ব্যস্ত, ‘দিদির দূত’ অ্যাপটি একটি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ার জন্য,দিদির স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষকে একত্রিত করছে।

সম্পর্কিত পোস্ট