ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের ফলাফল ঘোষিত হয়েছে রবিবার। কিন্তু এখনও অবধি রাজ্যজুড়ে জারি হিংসার ঘটনা। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে সেই কথাই উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ইতিমধ্যেই হিংসায় ঘটনায় বলি হয়েছেন বহু মানুষ। হিংসায় যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের জয়লাভের পরেই বাংলায় হিংসার ঘটনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে আসে কোচবিহারের হিংসার ঘটনার প্রসঙ্গ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে এল সেই প্রসঙ্গ।

তিনি বলেন, কোচবিহারে হিংসা বেশী হচ্ছে। গুন্ডামি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। কোথায় কোথায় হিংসা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি মানুষের রায় মেনে নিতে পারেনি। তাই গণ্ডগোল করছে। বিজেপিকে বলব মানুষের রায় মেনে নিন।

তিনি আরও বলেন, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় বিভিন্ন দলের কর্মীদের মৃত্যু হয়েছে। তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চা সকলেরই। যেকোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। এবিষয়ে রাজনৈতিক ভেদাভেদ নেই।

এখনও অবধি রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারকে ২ লক্ষ আর্থিক প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে শীতলকুচি ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের চাকরী দেওয়া প্রক্রিয়া দ্রুত চালু হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট