১জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটবে ২০০টি প্যাসেঞ্জার ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : পয়লা জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলবে প্যাসেঞ্জার ট্রেন।

একদিকে করোনা ভাইরাসের ছোবল অন্যদিকে আমফানের তাণ্ডবে ত্রস্ত্র রাজ্যবাসী।  এরই মাঝে ২০০টি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল রেল মন্ত্রকের তরফে। জুন মাসের ১তারিখ থেকে চলবে এই ট্রেন , দেশের বিভিন্ন প্রান্তে।

ইতিমধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং । এছাড়াও রেলের তরফে জানানো হয়েছে কোনো রকম তৎকাল টিকিট কাটতে পারবেন না যাত্রীরা।  ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে যাত্রীদের। ট্রেনে ওঠার আগে করা হবে থার্মাল স্ক্রিনিং।

সংক্রমণ থাকলে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন যাত্রীরা।  মাস্ক ও আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক। এবার থেকে ট্রেনে চাদর দেওয়া হবে না।  স্টেশনে খোলা থাকবে আই আর সি টি সি ফুড স্টল।

তবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সফর করতে পারবেন না । একমাত্র কনফার্ম টিকিট যাদের তারাই সফর করার অনুমতি পাবেন।

কোন কোন ট্রেন চলবে?

  • হাওড়া থেকে যশবন্তপুর যাওয়ার পাঁচটি দুরন্ত এক্সপ্রেস চলবে।
  • শিয়ালদহ থেকে টাইমটেবল মেনেই চলবে পুরী দুরন্ত এক্সপ্রেস।
  • এছাড়াও শালিমার থেকে মিলবে পাটনার ট্রেন।
  • আপাতত ১৭টি জনশতাব্দী,
  • পাঁচটি দুরন্ত-সহ ১০০টি ট্রেন যাতায়াত করবে
  • রিটার্নজা মিলিয়ে মোট ২০০ ট্রেন চলবে।

যাত্রীরা বেশি ব্যবহার করেন এমন বাছাই রুটেই ট্রেন চালানো হবে।

তবে এই ১০০ জোড়া ট্রেন পরিযায়ী শ্রমিক ছাড়াও লকডাউনের জন্য যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন তাঁদের সুবিধার জন্যই চালানো হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে যে সব ট্রেন গুলি চালানো হচ্ছে সেগুলির রুটে কোনো পরিবর্তন করা হবে না।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার টপকে গেল। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে হিসেব দিয়েছে তাতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫,৬০৯ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১,১২,৩৫৯ (বৃহস্পতিবার সকাল অব্দি)।

সম্পর্কিত পোস্ট