কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিবছর ২০০ জন পড়ুয়াকে সিএমওতে কাজ: মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে অসাধারণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘এবার থেকে প্রতি বছর সারা রাজ্য থেকে বাছাই করা ২০০ জন পড়ুয়াকে সিএমওতে কাজ করার জন্য নেওয়া হবে। প্রতিবছর এটা পড়ুয়াদের ইন্টার্নশিপ করার মতো হবে।’

মুখ্যমন্ত্রী জানান, আমার দফতরে কাজ করার পর এলাকায় এলাকায় গিয়ে এঁরা কাজ করবে। তাহলে মানুষের সঙ্গে কাজ করা, মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি হাতেকলমে শিখে নেবে এঁরা। কারণ, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। আমি চাই তাঁরাই এগিয়ে আসুক। সেই কারণেই এই ভাবনা নিয়েছে রাজ্য সরকার।

তিনি বলেন, ‘শিক্ষা মানুষকে সভ্য, সাংস্কৃতিক ও মানবিক করে তোলে।’ এদিনের মঞ্চে জেইই- নিট প্রসঙ্গ উত্থাপিত হয়। তিনি বলেন, সেপ্টেম্বর মাসে কোনওভাবেই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া সম্ভব না।

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অনলাইন-অফলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৭,২৬৬ জন

করোনা আবহেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে ইউজিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রথমে পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানানোর পরেও জুলাই মাসে ফের রাজ্যকে চিঠি পাঠানো হয়।সেই চিঠিতে ইউজিসি-র তরফে জানানো হয় বাধ্য়তামূলক।

এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে। পড়ুয়াদের ওপর চাপ দিচ্ছে। পড়ুয়ারা মানসিক দুশ্চিন্তায় আছে। পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও। কেন্দ্র পড়ুয়াদের কেন বিপদে ফেলছে?

রাজ্য সরকার করোনা আবহে পড়ুয়াদের বিপদে ফেলতে চায় না, এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। তবে এই পরিস্থিতিতে অনলাইন-অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা সেব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতা এপ্রসঙ্গে বলেন, পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে। অনলাইন-অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা দেখা হবে।এই মঞ্চ থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বাড়ির কাছাকাছি সেন্টার দেওয়া যায় কিনা দেখুন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পড়ুয়াদের জানাতে হবে।

সম্পর্কিত পোস্ট