প্রকাশিত মাধ্যমিকের মেধা তালিকা, জয়জয়কার জেলা জুড়ে

দ্য কোয়ারি ডেস্ক: আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আজই প্রকাশিত হল মাধ্যমিকের মেধা তালিকা ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহুবার জানিয়েছেন, মাধ্যমিকের ফলাফল প্রকাশের জন্য শিক্ষামন্ত্রক তৈরি। কিন্তু, বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা।

অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে ফলাফল প্রকাশে শিক্ষা বোর্ড।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮।

এরমধ্যে পুরুষ ৪,৩৯,৮৭৯ জন। মেয়ে ৫,৭৬,০০৯ জন।

প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী এবারেও জয় জয়কার জেলার।

প্রথম: মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র অরিত্র পাল। প্রাপ্ত নম্বর: ৬৯৪।

দ্বিতীয়: মোট ২জন দ্বিতীয় স্থানাধিকারী। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের ছাত্র সায়ন্তন গড়াই, কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউশনের পড়ুয়া অভীক দাস। প্রাপ্ত নম্বর: ৬৯৩।

তৃতীয়: কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র সৌম্য পাঠক। দেবস্মিতা মহাপাত্র এবং রহড়া রামকৃষ্ণ মিশন হোমের ছাত্র অরিত্র মাইতি। প্রাপ্ত নম্বর: ৬৯০।

চতুর্থ: বীরভূম জেলা স্কুলের পড়ুয়া অগ্নিভ সাহা। প্রাপ্ত নম্বর: ৬৮৯।

পঞ্চম: পঞ্চম হয়েছে ৪ জন। বংশীহারি হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার, স্বস্তিক সরকার, রশ্মিতা সিনহা মহাপাত্র, বিভা বসু মণ্ডল।

ষষ্ঠ: ষষ্ঠ হয়েছে ১২ জন।শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিঙ্কিনি ঘটক। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অর্চিস্মান সাহা রাজিবুল ইসলাম, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সৃজন সাহা, দক্ষিণচক হাইস্কুলের অরিজিৎ গুহ রায়, সপ্তর্ষি জানা, অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুলের অস্মি চৌধুরি। হাওড়ার সৌহার্দ পাত্র। তাদের প্রাপ্ত নম্বর: ৬৮৭।

সপ্তম: সপ্তম হয়েছে ১৭ জন। করণ দত্ত, ঋতম বর্মন, সোহম তামাং, অরণী চট্টোপাধ্যায়, অরিত্র মাঝি, সাগ্নিক মিত্র কেন্দুয়া, বর্ধমান সিএমএইচ হাইস্কুলের শৌভিক সরকার, দিব্যকান্তি ঘোড়ই, সম্প্রীতি কুণ্ডু, পিয়াস প্রামাণিক, সাহিত্য মণ্ডল, শহিদ মহম্মদ শামিম।

অষ্টম: অষ্টম হয়েছেন ১১ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। তালিকায় রয়েছে নাসমিন আজাদ, মহম্মদ তাহিনুজ্জামান, সুপ্রতীক পণ্ডিত, অঙ্কিতা ঘোষ, শুভঙ্কর মাইতি-সহ আরও অনেকে।

নবম: নবম স্থানাধিকারী অনেকেই। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম: মাধ্যমিকে দশম স্থানাধিকারীরা পেয়েছেন ৬৮৩ নম্বর।

চলতি বছরের করোনা সংক্রমনের জেরে এবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়।

এ বছর মোট ৮লক্ষ ৪৩হাজার ৩০৫ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পাশের হারে এবছর নতুন রেকর্ড তৈরি হয়েছে। পাশের হার ৮৬দশমিক ৩৪ শতাংশ। নি

করোনা জনিত কারণে আজই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে না।

কল্যাণময় বাবু জানিয়েছেন, আগামী ২২ ও ২৩শে জুলাই সকাল ১০টা থেকে পর্ষদের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশীট ও সার্টিফিকেট বিলি করা হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে।

তবে মার্কশিট বিতরণ কেন্দ্র এবং স্কুলগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত করার পরই মার্কশিট বিলি করা হবে বলে পর্ষদের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ১৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে।

তবে করোনা পরিস্থিতির জেরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়ে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

এদিকে পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম স্থানে রয়েছে।

ওই জেলায় এ বছর পাশের হার ৯৬দশমিক ৫৯ শতাংশ।

এরপর দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

কলকাতায় মোট ৯১ দশমিক ০৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সম্পর্কিত পোস্ট